দশ বছর পূর্তিতে অ্যানড্রয়েড ভার্শন এবং লোগোতে পরিবর্তন এনেছেন মার্কিন জায়ান্ট কোম্পানি গুগল

Niloy Sarker
By -
0
অ্যান্ড্রয়েডের ১০ বছর পূর্তিতে পরিবর্তন এনেছেন মার্কিন জায়ান্ট কোম্পানি  গুগল। বিগত বছরের অ্যান্ড্রয়েড ভার্সনগুলোকে জেলিবিন,কিটক্যাট, ললিপপ এসব মিষ্টান্ন জাতীয় খাবারের নামেই ডাকা হতো। তবে এই প্রথম সেই নিয়ম থেকে সরে এসেছেন তারা।
প্রসঙ্গত অ্যাপলকে বাদ দিলে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বলতে গেলে পুরো বাজারটাই অ্যান্ড্রয়েডের দখলে। ১০ বছর আগে অ্যান্ড্রয়েড ১.৫ কাপকেক (Android 1.5 Cupcake) নাম নিয়ে মোবাইল অপারেটিং জগতে প্রবেশ করেছিল অপারেটিং সিস্টেমটি। এর পরে প্রতি বছরই সুস্বাদু খাবারের নাম নিয়ে মোবাইলে হাজির হতো সিস্টেমটির বিভিন্ন ভার্সন।
দশ বছর পূর্তিতে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডের পরের সংস্করণটির নাম দিয়েছেন অ্যান্ড্রয়েড ১০। শুধু নামই নয় অ্যানড্রয়েড লোগোতেও কিছুটা পরিবর্তন এনেছেন গুগল। সবুজ থেকে রঙ বদলে কালো ব্যবহার করা হয়েছে লোগোতে।
এ বিষয়ে অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট সামির সমেত এক বিবৃতিতে বলেন, অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আসার ১০ বছর পূর্তিতে নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছি আমরা। শুরু থেকে সুস্বাদু কিছু খাবারের নামের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয়েছে। কিন্তু এবার থেকে এটি রাখা হবে অক্ষরের ক্রম অনুসারে। অর্থাৎ Android Q এর অফিশিয়াল নাম Android 10।
তিনি বলেন, কিটক্যাট, ললিপপ বা মার্শমেলো এমন নাম রাখার প্রথাটি যদিও বেশ আনন্দদায়ক তবে বিশ্বের বেশিরভাগ  মানুষ এসব নামের সঙ্গে পরিচিত নন। তাই সেই নামের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এ কারণেই অপারেটিং সিস্টেমটির দশম ভার্সনের নাম অ্যান্ড্রয়েড-১০ রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এখন থেকে অ্যান্ড্রয়েড-১০ এর পরে অ্যান্ড্রয়েড-১১ আসবে এবং এভাবেই ছলতে থাকবে। এবার নামের বিষয়টি বিশ্বের সব দেশের ব্যবহারকারীদের খুব সহজেই বোধগম্য হবে।

ইতোমধ্যেই বিশ্বের আড়াইশো কোটি অ্যান্ড্রয়েড ফোনে অ্যানড্রয়েড-১০ আপডেট পৌঁছাতে শুরু করেছে। শুরুতে গুগল পিক্সেল সিরিজের ফোনগুলোতে এই আপডেট পৌঁছেছে। আস্তে আস্তে সকল ফোনেই পৌঁছে যাবে অ্যানড্রয়েড-১০ আপডেট। 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)