ইদানিং দেখা যাচ্ছে অনেকের স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাচ্ছে।
"এর কারণ কি হতে পারে? ফোন পুরাতন হয়ে গেছে বিধায় এমন হচ্ছে? নাকি এটা কি শুধু শাওমি ব্রান্ডের ফোনে হচ্ছে?"- এ সকল বিষয় নিয়েই আজকের একটু আলোচনা। কোনোটার ব্যাখ্যাতেই বেশি গভীরে যাব না। সবাই যেভাবে সহজে বুঝবে সেভাবে চেষ্টা করা হবে উপস্থাপনের।
➤➤ এর কারণ কি হতে পারে?
ব্যাটারি যেসকল কারণে ফুলে যেতে পারেঃ
১/ চার্জে লাগিয়ে ফোন চালালে।
২/ Overnight(সারা রাত /প্রয়োজনের বেশিক্ষণ) চার্জ দিলে।
➤ নং ১ এর ব্যাখ্যা, আমরা সবাই জানি যে, প্যান্সিল ব্যাটারি এর দুইটা প্রান্ত থাকে। একটা পজিটিভ (+ চিহ্ন যুক্ত), আরেকটা নেগেটিভ (- চিহ্ন যুক্ত)। ঠিক একইভাবে মোবাইলের ব্যাটারি-এর ও নেগেটিভ-পজিটিভ আছে। তো আমরা যখন কোনো ডিভাইস ব্যাটারি-এর সাথে যুক্ত করে সেটাকে চালানোর অনুমোতি দেই, তখন সেখানে একটা ইলেক্ট্রনের ফ্লো শুরু হয় (অনেকটা নদীর স্রোতের পানির মত একদিক থেকে অন্য দিক)। ফ্লোটা পিজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। যখন পজিটিভ প্রান্তে ইলেক্ট্রনের পর্যাপ্ত মজুদ থাকে না তখন সেটাকে আমরা বলি ব্যাটারিতে চার্জ শেষ! তো চার্জে দেওয়ার সাথে সাথে সেই নেগেটিভ প্রান্তে জমা হওয়া ইলেক্ট্রনগুলো উল্টো দিকে যাওয়া শুরু করে। এবার সরাসরি ডিভাইসের মধ্য দিয়ে না গিয়ে চার্জারের মধ্য দিয়ে পজিটিভ দিকে চলে আসে। আর জমা হতে থাকে। পর্যাপ্ত পরিমাণে ইলেক্ট্রন পজিটিভ প্রান্তে আবার মজুদ হয়ে গেলে সেটাকে বলি চার্জ সম্পন্ন হয়ে গেছে।
তো! চার্জে লাগিয়ে ফোন চালাতে থাকলে একই সাথে দুই দিক থেকেই ইলেক্ট্রনের ফ্লো হতে থাকে। এতে করে, ব্যাটারি-এর মধ্যে থাকা উপাদান যা একে সচল রাখে, তাদের মধ্যে সাংঘর্ষিক বিক্রিয়া ঘটে অযাচিত গ্যাস উতপাদিত হয় এবং ব্যাটারি ফুলে যাওয়ার মত ঘটনা ঘটে থাকে।
➤ নং ২ এর ব্যাখ্যা, এটাতে অনেকেই দ্বিমত পোষণ করবেন। তাই আগে থেকে বলে রাখি। প্রয়োজনের অতিরিক্ত চার্জ ব্যাটারি-এর জন্য ক্ষতির কারণ। এজন্য, প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় এই ব্যাটারি অতিরিক্ত চার্জের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও অনেক ডিভাইসে থাকে। তবে! সেটা যে আপনার ডিভাসেও আছে তার কোনো নিশ্চয়তা নাই। তাই সবধানতা অবলম্বনের কোনো বিকল্প নাই। কেননা মাত্রাতিরিক্ত চার্জ আপনার ফোনের ব্যাটারি এর মধ্যে অযাচিত গ্যাস উতপাদনে সাহায্য করতে পারে।
➤➤ ফোন পুরাতন হয়ে গেছে বিধায় এমন হচ্ছে?
পৃথিবীতে প্রতিটি বস্তুই নশ্বর! ব্যাটারি এর Life cycle থাকে। ব্যাটারি পুরাতন হয়ে গেলে life cycle কমে যায়। তবে সেটা ব্যাটারির capacity কমিয়ে দেয়। ব্যাটারিকে ফুলতে সাহায্য করেনা।
➤➤ শুধু শাওমি ব্রান্ডের ফোনে হচ্ছে?
বিষয়টা এমন না। এটা যেকোনো মডেলের ফোনেই হতে পারে। এমনকি আপনার ল্যাপটপের ব্যাটারিও এর বাহিরে নয়। তবে স্মার্টফোনের থেকে ল্যাপটপে বেশি সতর্কতা নেওয়া হয়। ব্যবহারকারী যেন চার্জারে লাগিয়েই ডিভাইস চালাতে পারে সেরকম ব্যবস্থা করা হয়।
বেস কয়েক বছর আগেও ল্যাপটপ কেনার সময় দোকান থেকেই সাবধান করে দিত যে চার্জে লাগিয়ে না চালাতে (নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য)। আর যেটাতে এই প্রযুক্তি থাকত সেটাও কেনার সময় বলে দিত যে, চার্জে লাগিয়ে চালাতে পারবেন। কিন্তু মোবাইল ডিভাসের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। একটা স্মার্টফোন মার্কেটে ছাড়ার সময় কনজ্যুমার সেটা মেনশন করে দেয় না যে, কোন স্মার্ট ফোনে এই প্রযুক্তি আছে আর কোনটাতে নাই। দিন শেষে আমাদেরই বিপদে পড়তে হয়!
➤➤ পরিশেষেঃ
ভাই যে যাই বলুক। নিজের নিরাপত্তা নিজের কাছে।
☞ ফোন চার্জে লাগিয়ে চালাবেন না।
☞ অতিরিক্ত সময় চার্জ দিবেন না।
☞ ব্যাটারি -এর life cycle যেন আরও ধীর গতীতে শেষ হয় সে জন্য চার্জ ২০% এর নিচে নামতে দিবেন না। আর পুরো ১০০% চার্জ না করে ৮০% এর উপর পর্যন্ত চার্জ দিন।
☞ ৩ মাসে একবার ব্যাটারি এর চার্জ ০% করে ফেলুন। এরপর সেটা একবার চার্জেই ১০০% করে নিন।
☞ ফোন চালাতে চালাতে অতিরিক্ত গরম হয়ে গেলে তাপমাত্রা একটু স্বাভাবিক করে আবার চালানো শুরু করে দিন।
লেখাঃ সাকিব
Post a Comment
0Comments