1
2
এর কারণ হচ্ছে আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করা নাই।
এখন উইন্ডোজ অ্যাক্টিভ করার অনেক উপায় আছে। যেমন - আপনি যে সিডি ডিস্ক দিয়ে উইন্ডোস সেটআপ দিয়েছিলেন সেখানে দেয়া প্রোডাক্ট কি দিয়ে অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে সেগুলোর সাহায্যে । তো আমি এখন আপনাদের দেখাব সফটওয়্যার দিয়ে কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করবেন।
প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
অথবা এইখানে ক্লিক করুন (ক্লিক করার একটু পরেই ডাউনলোড শুরু হবে।)
তার আগে একটি কথা বলে নেয়া ভাল। অনেক সময় এই সফটওয়্যার গুলোকে উইন্ডোজ ডিফেন্ডার অথবা বিভিন্ন আন্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। তো ভয়ের কিছুই নেই। এটা কোন ভাইরাস না। থার্ড পার্টি সফটওয়্যার হওয়ায় এমন দেখায়। তো সেক্ষেত্রে কিছুক্ষণ এর জন্য উইন্ডোজ ডিফেন্ডার অথবা আন্টিভাইরাস প্রোটেকশন অফ রাখতে হবে।
এবার ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন। তারপর নিচের ছবির মতো Activation এ ক্লিক করুন।
এবার দুটি অপশন দেখাবে ।
1.Active Window
2.Active Office
আমরা যেহেতু উইন্ডোজ অ্যাক্টিভ করবো তাই active window এ ক্লিক করবো।
এবার সঙ্গে সঙ্গে উইন্ডোজ অ্যাক্টিভ হওয়া শুরু হবে।
একটু পর যখন লেখা আসবে "product successfully activated" তখন বুঝবেন আপনার উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে গেছে। 😃
আজ এ পর্যন্তই । বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরের কোন টিউটোরিয়াল এ।
ভাল থাকবেন, ভাল রাখবেন 😊
Post a Comment
0Comments